জেলা পরিষদ নির্বাচন লোক দেখানো: নজরুল

জেলা পরিষদ নির্বাচন লোক দেখানো: নজরুল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

47486_145-550x330জেলা পরিষদ নির্বচনকে লুটপাট ও ভাগাভাগির নির্বাচন বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতারা বলেন, এখানে যারা ভোটার, তাদের বেশির ভাগই জোর করে নির্বাচিত। জনমতের কোন প্রতিফলন নেই দাবি করে একে প্রহসনের নির্বাচন হিসেবেও উল্লেখ করেন তারা।

জাসাসের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে যারা জোর করে নির্বাচিত তারাই জেলা পরিষদের ভোটার। ফলে এই নির্বাচন লোক দেখানো।

এর আগে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে, আরেক নেতা মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রচুর বিতর্ক আর অনিয়মের অভিযোগ উঠেছে।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় করেন, নারায়ণগঞ্জ নির্বাচনে বাইরে থেকে সুষ্ঠু মনে হলেও রয়েছে নানা প্রশ্ন। নির্বাচনের ফলাফল দলের পক্ষ থেকে পুরোপুরি বিশ্লেষণ করে গণমাধ্যমে তা তুলে ধরা হবে বলে জানান তিনি।