ইয়েমেনের রাডার সাইটে আঘাত হেনেছে মার্কিন সেনারা

ইয়েমেনের রাডার সাইটে আঘাত হেনেছে মার্কিন সেনারা

শেয়ার করুন

_91893263_035833919

বিশ্বসংবাদ ডেস্ক :

লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে দ্বিতীয় বারের মত ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন সেনারা ইয়েমেনের তিনটি রাডার সাইটে আঘাত করেছে।

মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র সাথে সংযুক্ত তিনটি রাডার ধ্বংস করতে তারা সক্ষম হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, টার্গেটকৃত এলাকা ইরানের সম্মিলিত হুইথী বিরোধীদের নিয়ন্ত্রণাধীন ছিল।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই এই হামলার অনুমতি দিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।

আমেরিকান কর্মকর্তারা বলছেন, টোমাকো ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, পেন্টাগনের মুখপাত্র পেটার কুক বলেন, আমাদের নিজেদের আত্মরক্ষা, জাহাজের নিরাপত্তা এবং এই গুরুত্বপূর্ণ পথে স্বাধীনভাবে চলাচল নিশ্চিত করার জন্যই এই হামলা করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আবারও হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তাদের বাণিজ্য ও জাহাজ বিষয়ক যে কোন ধরনের হুমকি শক্ত হাতে মোকাবেলা করবে।