জার্মানির কারাগার থেকে সন্দেহভাজন সিরিয় জঙ্গির মৃতদেহ উদ্ধার

জার্মানির কারাগার থেকে সন্দেহভাজন সিরিয় জঙ্গির মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

_91744410_79768b0b-71ba-4061-b7d0-c1a4e2ad9d4e
বিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানির লিপজিগের একটি কারাগার থেকে সন্দেহভাজন এক সিরীয় জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জাবের আল-বকর জার্মানিতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।

মৃত জাবের আল-বকর ছিলেন জার্মানির বার্লিন বিমানবন্দরে হামলার একজন সন্দেহভাজন পরিকল্পনাকারী। জার্মানির স্যাক্সনি প্রদেশের বিচার বিভাগ জানিয়েছে, বার্লিন হামলার সন্দেহভাজন হিসেবে কয়েক মাস ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন জাবের। জার্মান গোয়েন্দারা গত সপ্তাহে জানতে পারেন, নতুন করে হামলার পরিকল্পনা করছে জাবের। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ২০১৬ সালে প্যারিস হামলায় ব্যবহৃত বিস্ফোরকের সঙ্গে জাবেরের বাড়িতে পাওয়া বিস্ফোরকের মিল পাওয়া যায়।