ইউরোপ পুননির্মানের আহ্বান ফ্রান্স প্রেসিডেন্টের মুখে

ইউরোপ পুননির্মানের আহ্বান ফ্রান্স প্রেসিডেন্টের মুখে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দায়িত্ব নেয়ার পর ইউরোপ পুননির্মানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করে প্রথম বিদেশ সফরে বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ম্যাখোঁএই অঙ্গিকার করেন।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নকে আরো সমৃদ্ধ করতে দৃঢভাবে যৌথ কাজ করা প্রয়োজন বলে জানান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এসময় উভয় দেশের প্রতিরক্ষা, ইউরোজন সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই দুই নেতা।

এদিকে প্রথম কর্মদিবসেই শিরোনাম মধ্য ডানপন্থি এদুয়ার্দ ফিলিপকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ম্যাখ্যোঁ। এটা ম্যাখোঁ চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন। ন্যাটোর একটি সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ব্রাসেলস সফরের সময়ই ওই বৈঠক হবে।