আ.লীগ নেতা হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

আ.লীগ নেতা হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হারুন-অর-রশিদ হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪–এর বিচারক জাহিদুল কবির আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণ না হওয়ায় ৪ আসামিকে খালাস দেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন : রায়হান খোকন, জাকির হোসেন, জাভেদ, আরিফ হোসেন, জুম্মন ও হীরা। এদের মধ্যে রায়হান ও হীরা পলাতক। অন্য আসামিরা কারাগারে আছেন। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে শরিফুল ইসলাম ও আমির হোসেনের। শাহ আলম, শফিকুল আলম, ইমন ও মিলন খালাস পেয়েছেন।

২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কদমতলী থানার কাকলী ক্লাবের কাছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক হারুন-উর-রশিদকে গুলি করে হত্যা করা হয়।