ইউক্রেনে পুতিন সরকারের সমালোচক রুশ সাংবাদিককে গুলি করে হত্যা

ইউক্রেনে পুতিন সরকারের সমালোচক রুশ সাংবাদিককে গুলি করে হত্যা

শেয়ার করুন

ukrainian-police-babchenkoবিশ্বসংবাদ ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভে দুর্বত্তের গুলিতে নিহত হয়েছেন পুতিন সরকারের সমালোচক রুশ সাংবাদিক আরকাদি বাবশেঙকো।

স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে আল-জাজিরা জানায়, কিয়েভে নিজের বাসভবনে গুলিবিদ্ধ অবস্থায় রুশ সাংবাদিক বাবশেঙকোকে পান তার স্ত্রী। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান ৪১ বছর বয়েসি বাবশেঙকো।
তাকে বেশ কয়েকবার গুলি করা হয়েছে বলে জানিয়েছ পুলিশ। এরইমধ্যে তদন্ত চালু করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রুশ সাংবাদিককে হত্যার সঙ্গে তার কর্মজীবনের সম্পর্ক রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং যুদ্ধ বিষয়ক শীর্ষ প্রতিবেদক হিসেবে পরিচিত ছিলেন তিনি। গত বছরের শুরুর দিকে রাশিয়া ত্যাগ করেন বাবশেঙকো। এর আগে তাকে হুমকি দেয়া হচ্ছিল এবং তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি