বেসিক ব্যাংক কেলেঙ্কারির তদন্ত আড়াই বছরেও শেষ না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

বেসিক ব্যাংক কেলেঙ্কারির তদন্ত আড়াই বছরেও শেষ না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

শেয়ার করুন

হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক :

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি ও দুর্নীতি সংক্রান্ত ৫৬টি মামলার তদন্ত আড়াই বছরেও শেষ না হওয়ায় হতাশা ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আদালত কক্ষে ৮ তদন্ত কর্মকর্তা ও দুদকের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, অভিযুক্তরা বিগ পিস, তাই তারা ধরা ছোয়ার বাইরে এবং তদন্তেও দুদকের ধীরগতি দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার ৫৬টি মামলার মধ্যে বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি ফজলুস সোবহানের ৬টি ও ডিজিএম শিপার আহমেদের একটিসহ মোট ৭টি মামলায় জামিনের আদেশের দিন ধার্য করেন আদালত। গত ২৩ মে এসব মামলায় শুনানির সময় দুদকের তদন্ত কর্মকর্তাদের তলব করে হাইকোর্ট।