ইইউ থেকে বের হওয়ার জন্য আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য

ইইউ থেকে বের হওয়ার জন্য আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলীর মীমাংসায় ব্রেক্সিট আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য। বেলজিয়ামের ব্রাসেলসে সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে এ আলোচনা শুরু হয়। এতে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস।

আলোচনার শুরুতে ডেভিড বলেন, যুক্তরাজ্য ইউরোপ মহাদেশজুড়ে বন্ধু রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার ও সহযোগী হয়ে থাকবে এবং এটি ইতিহাসে নজীরবিহীন চুক্তি হবে। ২০১৯ সালের মার্চের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি আলাদা হতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিট আলোচনায় যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হল-অভিবাসীদের হাল, ইইউ’র বিচ্ছেদ বিল এবং নর্দার্ন আয়ারল্যান্ড ও আইরিশ সীমান্ত খোলা রাখার প্রশ্ন।

ডেভিড বলেন, এই আলোচনা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও ব্রিটিশ জনগণের ভাগ্য নির্ধারণ করবে। ইইউ চায় আগে ব্রেক্সিট প্রশ্নে আলোচনা করতে। আলোচনার রূপরেখাটি ইউরোপীয় ইউনিয়নের দাবি মেনে ঠিক করা হয়েছে।