আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইজরায়েল

আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইজরায়েল

শেয়ার করুন

al aqsaএটিএন টাইমস ডেস্ক:

আল আকসা মসজিদে গোলাগুলির ঘটনায় তিন ফিলিস্তিনী ও দুই ইসরাইলি পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর মসজিদটি বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

জেরুসালেমের শীর্ষ মুসলিম ওলামা শেখ মোহাম্মদ আহমেদ হুসেইনকে গ্রেফতারের পর মসজিদটিতে শুক্রবারের জুম্মার নামাজও বাতিল করা হয়। পরে মুসল্লীরা পার্শ্ববর্তী একটি খোলা জায়গায় জুম্মার নামাজ আদায় করেন।

গ্র্যান্ড মুফতির ছেলে ওমর সাংবাদিকদের বলেন, তার বাবাকে ইসরায়েলি পুলিশ গ্রেফতারের পর অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে ২৮’শ মার্কিন ডলারের বিনিময়ে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। এ বছর এই প্রথমবারের মতো জুম্মার নামাজের দিন মসজিদটি বন্ধ করে দেয়া হলো।