ট্রাম্পকে ইমপিচমেন্টের প্রস্তাব

ট্রাম্পকে ইমপিচমেন্টের প্রস্তাব

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রথম প্রস্তাব পেশ করেছেন দেশটির এক কংগ্রেস সদস্য। এর আগে তার বিরুদ্ধে তদন্ত আর বিচার প্রক্রিয়ায় বাধা দেয়ার অভিযোগ উঠেছিল। তবে ইমপিচমেন্ট প্রস্তাব এই প্রথম।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা ব্র্যাড শেরম্যান ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক ও অবৈধ কর্মকান্ডের অভিযোগ এনেছেন। ব্র্র্যাডের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তাতে স্বাক্ষর করেছেন আরেক ডেমোক্র্যাট নেতা অ্যাল গ্রিন। তবে মার্কিন কংগ্রেসে এ প্রস্তাব পাশ করানো ততটা সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হলে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন।

কিন্তু মার্কিন কংগ্রেসে ট্রাম্পের নিজের দল, রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। বর্তমানে হাউস অব রিপ্রেজেনটেটিভে ৪৬টি আসন রয়েছে তাদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া সরকারের কোনও হাত ছিল কিনা, তা নিয়ে তদন্তে ট্রাম্প বাধা দিচ্ছেন বলে বারবার অভিযোগ উঠেছে।