আক্রমণাত্বক আচরণ পরিহারে গণমাধ্যমের প্রতি ট্রাম্পের আহবান

আক্রমণাত্বক আচরণ পরিহারে গণমাধ্যমের প্রতি ট্রাম্পের আহবান

শেয়ার করুন

105525342-1540330294663djt.530x298বিশ্বসংবাদ ডেস্ক :

আক্রমণাত্বক আচরণ পরিহারে মার্কিন গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্র মন্ত্রী, হিলারী ক্লিনটন, ও সিএনএনের কাছে ডাকযোগে বোমা সৃদশ বস্তু পাঠানোর ঘটনার পর পরই এই কথা বললেন তিনি।

উইসকনসিনে বুধবার রাতে এক সমাবেশে এই কথা বলেন তিনি। দোষীদের গ্রেপ্তারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গণমাধ্যমের প্রতি নেতিবাচক ও অনেক সময় মিথ্যা ও আক্রমণাত্বক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে আহবান জানান তিনি। এ সময়ে প্রতিপক্ষকে নৈতিকতার দিক থেকে ছোট করা থেকে বিরত থাকতেও রাজনীতিবিদদের প্রতি আহবান জানান তিনি। এদিকে বোমা সদৃশ বস্তু পাঠানোর ঘটনাটির তদন্ত শুরু করেছে এফবিআই।