প্রথম টি-টোয়েন্টিকে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল পাকিস্তান

প্রথম টি-টোয়েন্টিকে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল পাকিস্তান

শেয়ার করুন

Australian batsman Aaron Finch, center, plays a shot during the T20 cricket match against Pakistan at Harare Sports Club, Monday, July, 2, 2018.Zimbabwe is playing host to a tri nation series between Australia and Pakistan with all matches played as Twenty20 Internationals(AP Photo/Tsvangirayi Mukwazhi)স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬৬ রানে উড়িয়ে হারিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদের দলের দেয়া ১৫৬ রানে টার্গেটে খেলতে নেমে মাত্র ৮৯ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান।

আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানে অফরাজিত থাকেন বাবর আজম। এছাড়া মোহাম্মদ হাফিজ ৩৯ ও হাসান আলীর ব্যাট থেকে আসে ১৭ রান।

জবাবে, দলীয় ২২ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ১৬ দশমিক ৫ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয় অজিরা। সর্বোচ্চ ৩৪ রান করেন নাইল। পাকিস্তানের ইমাদ ওয়াসিম নেন ৩ উইকেট। আগামীকাল রাত ১০টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।