বিক্ষোভের মুখে হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহীর শপথ

বিক্ষোভের মুখে হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহীর শপথ

শেয়ার করুন

_96759070_xichoppersবিশ্বসংবাদ ডেস্ক :

শপথ নিয়েছেন হংকং-এর ইতিহাসের প্রথম নারী হিসেবে প্রধান নির্বাহীর পদে নির্বাচিত নেতা ক্যারি লাম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তকে শপথ বাক্য পাঠ করান। এ সময় হংকংয়ের ওপর চীনা আধিপত্যের অবসান চেয়ে দেশজুড়ে বিক্ষোভ করে গণতন্ত্রপন্থীরা।_96758516_xicarrieকিছুদিন আগ পর্যন্তও চীন ছিল ব্রিটিশ কর্তৃত্বের অধীনে। ২০ বছর আগে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটিশরা। ‘স্বাধীনতা’র ২০ বছর পূর্তি উৎসবে উপস্থিত থাকার জন্য প্রথমবারের মতো হংকং সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।_96758508_hkflagবিক্ষোভ সত্ত্বেও শি’র সফরকে ঘিরে ব্যাপক আয়োজন করেছে হংকং। সাজানো হয়েছে সারা শহর। এরকম পরিস্থিতির মধ্যেই প্রধান নির্বাহীর পদে শপথ নেওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যারি লাম। সেইসব অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা। অনুষ্ঠানগুলোতে যৌথভাবে চীন-হংকং উভয় দেশের পতাকা তোলেন শি এবং ক্যারি।