৫৭ ধারা বাতিলের সুপারিশ

৫৭ ধারা বাতিলের সুপারিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৫৭ ধারাসহ তথ্যপ্রযুক্তি আইনের ৫টি ধারা বাতিলের সুপারিশ এসেছে খোদ সরকারের ভেতর থেকেই। বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

গত বছর সংশোধিত তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সর্বোচ্চ সাজা ১৪ বছর এবং আর্থিক জরিমানা এক কোটি টাকা।

৫৭ ধারায় বলা হয়েছে, ওয়েবসাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে মিথ্যা ও অশ্লীল এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করলে যা দ্বারা কারো মানহানি বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত কর, তাহলে সেটি একটি অপরাধ বলে গণ্য হবে। আইনের এ ধারার প্রয়োগ নিয়ে বিভিন্ন সময়ে ব্যাপক সমালোচনায় পড়তে হয়েছে সরকারকে।