স্যাটেলাইট উৎক্ষেপনে ভারতের বিশ্বরেকর্ড

স্যাটেলাইট উৎক্ষেপনে ভারতের বিশ্বরেকর্ড

শেয়ার করুন

_94652516_mediaitem94652515বিশ্বসংবাদ ডেস্ক :

একটি রকেট দিয়ে  ১০৪ টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপন করে বিশ্বরেকর্ড গড়লো ভারত। এর আগে ২০১৪ সালে, এক রকেটে ৩৭ টি স্যাটেলাইট উৎক্ষেপ করেছিল রাশিয়া। আর, এক সঙ্গে ৯০টি স্যাটেলাইট  উৎক্ষেপণে সক্ষম রকেট ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপন কেন্দ্র থেকে ১০৪টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও বলছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল পিএসএলভি-সি৩৭ (PSLV-C37) কর্মসূচি ভারতের মহাকাশ গবেষণায় এক অনন্য পদক্ষেপ।

মাত্র ১৮ মিনিটের মধ্যে ১০৪টি স্যাটেলাইট সমৃদ্ধ রকেটটি উৎক্ষেপন করা হয়। এই রকেট ঘন্টায় ২৭ হাজার কিলোমিটার গতিতে মহাকাশে ভ্রমণ করবে। এর ওজন ৩২০ টন, দৈর্ঘ ৪৪ দশমিক ৪ মিটার। সফলভাবে শতাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে অভিনন্দন জানিয়েছন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।