চ্যাম্পিয়ন্স লিগে রাতে নামছে আর্সেনাল-বায়ার্ন, রিয়াল-নাপোলি

চ্যাম্পিয়ন্স লিগে রাতে নামছে আর্সেনাল-বায়ার্ন, রিয়াল-নাপোলি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে আর্সেনালো ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ । অন্যম্যাচে রিয়াল মাদ্রিদের  প্রতিপক্ষ্য নাপোলি। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায় শুরু হবে।

শেষ ষোল নিশ্চিতের জন্য প্রথম লেগে্র এ ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ বাভারিয়ানদের জন্য।  পেপ গার্দিওয়ালার স্থলাশিভুক্ত হওয়ার পর অবশ্য কার্লোস আনচেলোত্তির অধীনে নিজেদের আগের সে গতি ও রিদম দেখা যাচ্ছে না বায়ার্ন শিবিরে। তাই পারফর্মেন্স বিবেচনায় বিষয়টি ভাবাচ্ছে বার্য়ান সমর্থকদের।

এদিকে হাটুর ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন স্প্যানিয়ার্ড জাবি অ্যালোন্সো। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে টানা ১৫ ম্যাচ জেতার রেকর্ড রয়েছে বায়ার্নের। তাই এ ম্যাচে আর্সেনালকে ছাড় দেবে না তারা। অন্যদিকে বায়ার্নকেই ফেবারিট মানছে আর্সেনাল। দলে কোন ইনজুরি সমস্যা নেই। যদিও রেকর্ড ও পরিসংখ্যানে পাল্লাটা ভারি বায়ার্নের পক্ষেই, তারপরও এ ম্যাচে কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত গানরদের।