২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে বোল্ট

২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে বোল্ট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রিও অলিম্পিকের পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন উসাইন বোল্ট।

boltসেমিফাইনালে ১৯ দশমিক সাত ৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন বোল্ট। বৃহস্পতিবার সকালে রিওতে অলিম্পিকের ৩১তম আসরে গেমসের অন্যতম বড় আকর্ষণ ছিল ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল লড়াই।

কারণ সেখানে দৌড়াবেন জ্যামাইকান গতি সম্রাট উসাইন বোল্ট। সবার প্রত্যাশা পুরুণ করে ফাইনালেও পা রাখেন তিনি। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ফাইনালে নামবেন বোল্ট।

এবারের আসরে ১০০ মিটার স্প্রিন্টে এরইমধ্যে স্বর্ণ জিতেছেন তিনি। এবার ২০০ মিটারেও স্বর্ণ জয়ের সবচেয়ে বড় দাবিদার বোল্ট।