রিওতে ভারতের প্রথম পদক

রিওতে ভারতের প্রথম পদক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রিও অলিম্পিকে ভারতের পদক জয়ের স্বপ্ন পূরণ করলেন সাক্ষী মালিক। ৫৮ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতে ভারতের প্রতীক্ষার অবসান করলেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

 সাক্ষী মালিক৫৮ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিতে হারালেন এমন এক প্রতিপক্ষকে যিনি প্রথম বাউটেই ৫-০তে এগিয়ে ছিলেন। দ্বিতীয়ার্ধে অবশ্য দুর্দান্ত ফাইটব্যাক করেন সাক্ষী।

৮ বাই ৫-এর  ফাইনাল পয়েন্ট চরম নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল এই লড়াইয়ে। এদিন রেপেশাজ রাউন্ড টু বাউটে প্রথমে মঙ্গোলিয়ার ওরকনের বিরুদ্ধে ১২-৩ পয়েন্টে জেতেন তিনি। তারপর ব্রোঞ্জ পদক ম্যাচে কিরগিজস্তানের আইসুলু টাইবেকোভাকে হারিয়ে রিওতে ভারতের প্রথম পদক জয় করলেন সাক্ষী।

অলিম্পিক পদক জিতে ইতিহাস গড়ার পাশাপাশি একটা এলিট ক্লাবেও ঢুকে পড়লেন সাক্ষী। তার আগে মাত্র তিন জন ভারতীয় নারী খেলোয়াড় জিতেছিলেন অলিম্পিক পদক।