স্বাগতিক রাশিয়াকে দর্শক বানিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

স্বাগতিক রাশিয়াকে দর্শক বানিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

শেয়ার করুন

croatia-wins-gettyস্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে টাইব্রেকার ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে গেছে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে খেলা ১-১ এ ড্র ছিলো। পাশাপাশি অতিরিক্ত সময়ের খেলাও একই ব্যবধানে ড্র থাকে। সেমিফাইনালে ক্রোয়াটদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

৩১ মিনিটে নজরকাড়া গোলে রাশানদের এগিয়ে দেন চেরিশেভ। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ক্রোয়েশিযা। ৩৯ মিনিটে আন্দ্রেই ক্রামারিচের হেডে সমতায় ফেরো ক্রোয়াটরা। দ্বিতীয়ার্ধে চাপে ছিলো রাশিয়া। কিন্তু ক্রোয়েশিয়ার কপাল খারাপ। ৬০ মিনিটে পেরিসেচের শট পোষ্টে লাগলে, বেঁচে যায় আয়োজকরা। এরপর সময়ের সঙ্গে রাশিয়া কৌশল বদলে, খেলতে থাকে অতিরিক্ত সময়ের পরিকল্পনায়। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

তবে রাশিয়াকে চাপে রেখে ১০১ মিনিটে গোল আদায় করে নেন ক্রোয়েশিয়া ভিদা। দমে না থাকা রাশিয়া ১১৫ মিনিটে মারিও ফার্নান্দেসের মাথায় চড়েই টাইব্রেকারে যায়। তবে, সেখানে হেরে যায় রাশিয়া। স্মোলভনের শট আটকে দেন সুবাসিচ। আর রাশিয়াকে ম্যাচে ফেরানো ফার্নান্দেস মিস করেন টাইব্রেকার।

আর পুরা মাঠে স্তব্ধ করে উল্লাশে ফেটে পড়ে ক্রোয়েশিয়া।