সাকিবের অনন্য রেকর্ড

সাকিবের অনন্য রেকর্ড

শেয়ার করুন

MIRPUR, BANGLADESH - AUGUST 28:  Shakib Al Hasan of Bangladesh celebrates taking the wicket of Matthew Renshaw of Australia during day two of the First Test match between Bangladesh and Australia at Shere Bangla National Stadium on August 28, 2017 in Mirpur, Bangladesh.  (Photo by Robert Cianflone/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

এমন একটা রেকর্ডের অপেক্ষায় ছিলেন সাকিব আল হাসান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্ট খেলুড়ে নয়টি দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকারের অনন্য কীর্তির এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সাকিব।

জশ হ্যাজলউডের ব্যাটে বলটা লাগতেই সে মুহূর্তটা এল। সিলি পয়েন্টে ক্যাচ নিলেন ইমরুল। ব্যস, পাঁচ উইকেট পেয়ে গেলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ১৬তম বারের মতো। সেই সঙ্গে একটি রেকর্ডও হয়ে গেল তাঁর। টেস্ট খেলুড়ে প্রতিটি দলের বিপক্ষেই ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড বইয়ে স্থান হলো বিশ্বসেরা এ অলরাউন্ডারের।

ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ড্যানিয়েল ভেট্টোরি এ গ্রেট বোলারদের—তালিকাটা এর চেয়ে অনেক লম্বা হবে। কিন্তু সব কটি দেশের বিপক্ষে ইনিংসে কমপক্ষে পাঁচ উইকেট পাওয়ার কীর্তি করে দেখিয়েছেন মাত্র চারজন। সাকিব তাঁদেরই একজন।

সাকিব সবচেয়ে বেশি ৩ বার পাঁচ উইকেট পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এ কীর্তি তাঁর দুবার করে। তবে ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের ৭ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোটা স্মরণীয় হয়ে থাকবে তার জন্য। কারন এখন পর্যন্ত এটিই যে টেস্টে সাকিবের সেরা বোলিং নৈপূন্য।

মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন আর রঙ্গনা হেরাথ—এই তিনজনের পরই স্থান সাকিবের। অনেক আগেই হয়তো এ রেকর্ডের মালিক হতে পারতেন তিনি।তবে , অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছিল না বাংলাদেশের। অপেক্ষাটা ছিল ১২ বছরের। অবশেষে এলো সুযোগ। আর তাতেই বাজিমাত সাকিবের।প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েই হিসাব মিলিয়ে নিলেন।