সাকিব-মিরাজের ঘুর্ণি জাদুতে কাঁপছে অস্ট্রেলিয়া

সাকিব-মিরাজের ঘুর্ণি জাদুতে কাঁপছে অস্ট্রেলিয়া

শেয়ার করুন

mirajস্পোর্টস ডেস্ক:

প্রথম দিনের শেষ বিকেলের পর, দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও দুর্দান্ত কাটালো বাংলাদেশ। মিরাজ, তাইজুল, সাকিবের ঘুর্ণি জাদুতে ঢাকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের তিন উইকেটে পর দ্বিতীয় দিনেও তারা তুলে নিয়েছে ৫ অজি ব্যাটসম্যানকে।

মধ্যাহৃ বিরতির পর এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৭৩ রান।

sakib-saluteআগের দিনের ৩ উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু দিনের শুরুতে বিপদজনক ব্যাটসম্যান অজি অধিনায়ক স্টিভ স্মিথকে ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নের পথ ধরার মেহেদি মিরাজ।

এরপর চতুর্থ উইকেটে ম্যাথু রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব ৬৯ রান যোগ করে বিপর্যয় সামাল দেয়ার চেস্টা করেন। কিন্তু বিপদজনক হওয়ার আগেই হ্যান্ডসকম্বকে আউট করে এই জুটির ভাঙ্গন ধরান তাইজুল ইসলাম। হ্যান্ডসম্বক আউট হন ৩৩ রানে।

এরপর রেনশও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। সাকিবের বলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি বিদায় নেন ৪৫ রান করে। আর মধ্যাহৃ বিরতির পর ম্যাথু ওয়েড ও ম্যাক্সওয়েল দ্রুত ফিরে যান। সাকিব ও মেহেদি মিরাজ নেন ৩টি করে উইকেট।