ব্যবহার অযোগ্য মোবাইলফোন দিয়ে হবে টোকিও অলিম্পিকের মেডেল

ব্যবহার অযোগ্য মোবাইলফোন দিয়ে হবে টোকিও অলিম্পিকের মেডেল

শেয়ার করুন

1018970054এটিএন টাইমস ডেস্ক :

ব্যবহার অযোগ্য মোবাইলফোনকে রিসাইকল করে মেডেল তৈরির প্রকল্প হাতে নিয়েছে জাপানের রাজধানী টোকিও। ২০২০ অলিম্পিক গেমস-কে সামনে রেখে স্বাগতিক শহর এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার মোবাইল থেকে মেডেল তৈরি করতে নষ্ট মোবাইল ফোন সংগ্রহের কার্যক্রম চালু করেছে টোকিও আয়োজনক কমিটি।

এদিন টোকিও’র মেট্রোপলিটন গভর্নমেন্ট ভবনে নিজের পুরনো মোবাইল দান করতে জড়ো হন টোকিওবাসী। রয়টার্স জানায়, এই প্রচরাণা শুরুর পর শতাধিক মানুষ তাদের মোবাইল দান করেছেন। যে বাক্সে মোবাইল জমা রাখা হয় তাতে সংখ্যাও দেখানো হয়।

টোকিও অলিম্পিকের খরচ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এই গেমসের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২৬৫০ কোটি মার্কিন ডলার। পরবর্তীতে আয়োজকরা তা ১৬৮০ কোটি মার্কিন ডলারে নামিয়ে এনেছেন। মোবাইলফোন এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে আট টন ধাতু সংগ্রহের আশা করছেন টোকিও’র আয়োজকরা। এ থেকে পাঁচ হাজার অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক মেডেল তৈরি করা হবে বলে জানানো হয়।