কুয়াকাটা-পটুয়াখালী-বরগুনা-বরিশাল রুটে বাস ধর্মঘট চলছে

কুয়াকাটা-পটুয়াখালী-বরগুনা-বরিশাল রুটে বাস ধর্মঘট চলছে

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি :

মিথ্যা মামলা প্রত্যাহরসহ নসিমন, করিমন, ভটভটি বন্ধের দাবীতে দ্বিতীয় দিনের মতো কুয়াকাটা-পটুয়াখালী-বরগুনা ও বরিশাল রুটে বাস ধর্মঘট চলছে।

ফলে কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালের লেবুখালী পর্যন্ত সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে কুয়াকাটাগামী শত শত পর্যটক ও সাধারন যাত্রীরা।

বৃহস্পতিবার রাতে পটুয়াখালী বাস টার্মিনাল এলাকায় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি বিআরটিসি বাস ভাংচুর করেছে বিক্ষুদ্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি বরগুনার আমতলীতে বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে বাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।