বাবরের রেকর্ডে ও. ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান

বাবরের রেকর্ডে ও. ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান

শেয়ার করুন

253069

স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। পাকিস্তানের দেয়া ৩০৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৭২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৫ রান যোগ করেন আজহার আলী ও সারজিল খান। সারজিল আউট হন ৩৮ রানে। এর দ্বিতীয় উইকেটে আজহার আলী ও বাবর আজম ১৪৭ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়ে দেন। দুজনই তুলে নেন সেঞ্চুরি।

এর মধ্যে বাবর আজম টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে পাকিস্তানের দুই কিংবদন্তী জহির আব্বাস এবং সাইদ আনোয়ারের পাশে নাম লেখান। আজহার ১০১ আর বাবর আজম আউট হন ১১৭ রানে। পাকিস্তানের ইনিংস থামে ৬ উইকেটে ৩০৮ রানে।

জবাবে- শুরু থেকেই নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৩৭ রান করেন দিনেশ রামদিন। মোহাম্মদ নেওয়াজ নেন ৩ উইকেট। ম্যাচ ও সিরিজ সেরা হন বাবর আজম।