ধাওয়ানের ব্যাটে শ্রীলঙ্কার সামনে ৩২২ রানের চ্যালেঞ্জ

ধাওয়ানের ব্যাটে শ্রীলঙ্কার সামনে ৩২২ রানের চ্যালেঞ্জ

শেয়ার করুন

264125স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান করেছে ভারত। দলের পক্ষে শেখর ধাওয়ান ১২৫ রান করেছে। এছাড়া রোহিত শর্মা ৭৮ এবং ধোনি করেছেন ৫২ বলে ৬৩ রান।

ওভালে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে ইনিংস শুরু করেন শিখর ধাওয়ান।দুজন মিলে জুটি গড়েন ১৩৮ রানের। এরপর ব্যাক্তিগত ৭৮ রানে আউট হন রোহিত। আর রানের খাতা খোলার আগে প্যাভেলিযনে ফেরেন অধিনায়ক বিরাট কোহলী। তার আউটের পরই রানের গতি কমে ভারতের।LONDON, ENGLAND - JUNE 08:  Shikhar Dhawan of India celebrates his century during the ICC Champions trophy cricket match between India and Sri Lanka at The Oval in London on June 8, 2017  (Photo by Clive Rose/Getty Images)

LONDON, ENGLAND – JUNE 08: Shikhar Dhawan of India celebrates his century during the ICC Champions trophy cricket match between India and Sri Lanka at The Oval in London on June 8, 2017 (Photo by Clive Rose/Getty Images)

কিন্তু এর পর ধোনি আর ধাওয়ানের ব্যাটে দলের রান বাড়তে থাকে। শেষ দিকে ধোনির মারমুখি ব্যাটিংয়ে ৩২১ রানের বড় সংগ্রহ পায় ভারত।

শ্রীলঙ্কার পক্ষে মালিঙ্গা দুটি উইকেট লাভ করেন।

এদিকে, ভারতীয় দলে কোন পরিবর্তন না থাকলেও লঙ্কান টিমে ফিরেছেন অধিনায়ক অ্যাঞ্জলো ম্যাথিউজ ও থিসারা পেরেরা।