ভারতকে উড়িয়ে দিল লংকানরা

ভারতকে উড়িয়ে দিল লংকানরা

শেয়ার করুন

India v Sri Lanka - ICC Champions Trophyএটিএন টাইমস ডেস্ক:

সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না শিখর ধাওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আশা বাচিয়ে রাখলো শ্রীলঙ্কা। ৮ বল বাকী থাকতেই ভারতের দেয়া ৩২২ রানের টার্গেট ৩ উইকেটে ছুঁয়ে ফেলে লংকানরা।

কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার ওপেনিং জুটিতে ১৩৮ রান তোলে ভারত। ৭৮ রানে রোহিত শর্মার বিদায়ের পর শূন্য রানে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। তবে, একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান।

১২৮ বলে ১২৫ রানে থামে তার ইনিংস। এরপর সাবেক অধিনাযক মহেন্দ্র সিং ধোনীর ৫২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভারতের সংগ্রহ দাড়ায় ৩২১। ১০ ওভারে ৭০ রান দিযে লাসিথ মালিঙ্গা নেন ২ উইকেট।

India v Sri Lanka - ICC Champions Trophyবড় টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে ওপেনার নিরুশান ডিকেওলাকে হারায় শ্রীলঙ্কা। তবে, কুশল মেন্ডিসকে সাথে নিয়ে সে ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দেন আরেক ওপেনার ধানুস্কা গুনাথিলানকা। তাদের শত রানের জুটিতে ভর করে জয়ের স্বপ্ন দেখে লঙ্কানরা।

গুনাথিলানকা ৭৬ এবং মেন্ডিস ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও মূলত তাদের উপর ভর করেই জয়ের পথে এগোয় শ্রীলংকা। এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং কুশল পেরেরার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে শ্রীলঙ্কা।