দুর্দান্ত খেলেও জয় পেল না টাইগ্রেসরা

দুর্দান্ত খেলেও জয় পেল না টাইগ্রেসরা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ১৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল। প্রোটিয়াদের দেয়া ২২৪ রানের টার্গেটে খেলতে নেমে ২০৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

আরও পড়ুন:

»লাথামের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

»সবার উপরে সাকিব

জবাবে, দলীয় ১৩ রানেই ফিরে যান সানজিদা ইসলাম। এরপর ৪৩ রানে আউট হন ফারজানা। এদিকে, সারমিন আক্তারের ৭৪ ও অধিনায়ক রোমানার ৬৮ রানের পরেও হার এড়ানে পারেনি টাইগ্রেসরা। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ২০৬ রানে। এই হারের ফলে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল আফ্রিকান মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ২২৩ (লি ৭০, স্টেইন ৬৬, ফন নিকর্ক ২৭, ফৌরি ১৬*; খাদিজা ৪/৫৬, নাহিদা ১/১৭, লতা ১/২৯, জাহানারা ১/৩৮, পান্না ১/৩৯)।
বাংলাদেশ: ৫০ ওভারে ২০৬/৮ (শারমিন ৭২, রুমানা ৫৫, নিগার ১৪; কাপ ২/৪১, লুস ২/৩৭, ফন নিকর্ক ১/৩২)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১৭ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: লিজলে লি।