সবার উপরে সাকিব

সবার উপরে সাকিব

শেয়ার করুন

257564স্পোর্টস ডেস্ক :

তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন সাকিব। তৃতীয় বাংলাদেশী হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন সাকিব। আর এর পর ছাড়িয়ে গেলেন তামিমের করা ২০৬ রানের ইনিংসকে। শেষ পর্যন্ত থামলেন ২১৭ রানে।

২০১৩ সালে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল ডেঞ্চুরি করেছিলেন। আর ২০১৫ সালে তামিম ইকবাল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার ইনিংসটি থেমেছিল ২০৬ রারে। ওয়েলিংটন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে টেস্টে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নিয়েছেন। আর তামিমকে ছাড়িয়ে দেশের হয়ে সাদা পোশাকে সর্বোচ্চ ইনিংসটির মালিক এখন সাকিব।

টেস্টে এটি সাকিবের চতুর্থ সেঞ্চুরি। দুই বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন। সেটিকেই রূপ দিলেন ডাবলে। এর আগে সাকিবের ক্যারিয়ার সর্বোচ্চ ছিল ১৪৪ রান। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন।

নিজের রেকর্ড ভাঙ্গা ড্রেসিং রুমের সিঁড়িতে বসে তামিম দেখছেন। আর সবার আগে দাড়িয়ে তিনিই অভিবাদন জানিয়েছেন সাকিবকে।  আর সাকিবের সঙ্গে রেকর্ড ৩৫৯ রানের জুটি গড়ে ১৫৯ রানে আউট হয়েছেন দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক।