দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে পরাজয় বরণ করল বাংলাদেশ

দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে পরাজয় বরণ করল বাংলাদেশ

শেয়ার করুন

Captureএটিএন টাইমস ডেস্ক:

ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টেও হারলো বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিনে, টাইগারদের দেয়া ১০৯ রানের টার্গেটে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এই জয়ে ২-০ তে সিরিজ জিতলো কিউইরা।

ক্রাইস্টচার্চে চতুর্থ দিনে দ্বিতীয় দিনের ৭ উইকেটে ২৬০ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে বিদায় নেন টিম সাউদি। এরপর হেনরি নিকোলস ৯৮ রানের সুবাদে কিউইরা অলআউট হয় ৩৫৪ রানে। ৬৫ রানের লিড পায় স্বাগতিকরা। সাকিব নেন ৪ উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতে তামিমের বিদায়ের পর সৌম্য সরকার ফিরে যান ৩৬ রানে। সাকিব আল হাসান দ্রুত ফিরলে চাপে পড়ে টাইগাররা। সেই চাপ আর সামলে উঠতে পারেনি অতিথিরা। লাঞ্চের পর দ্রুতই ৪ উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফেরেন সাব্বির রহমান ও নুরুল হাসান।

মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৩৮ রান। শেষ দিকে কামরুল অপরাজিত ২৫ ও তাসকিনের ৩৩ রানে স্কোরবোর্ডে ১৭৩ রান তুলে বাংলাদেশ। ১০৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে টম ল্যাথামের অপরাজিত ৪১ রানের সুবাদে ৯ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস অলআউট হয় ২৮৯ রানে।