৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী

৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পুলিশকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ বলেও জানান তিনি। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০১৭ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করে জনমনে আস্থা সৃষ্টি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। নতুন আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের প্রতি, অকুন্ঠ চিত্তে সেবার হাত প্রসারিত করার আহ্বানও জানান তিনি।

এর আগে, পুলিশ সপ্তাহের বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন করেন তিনি।