কুনিও হোসি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবার শুরু

কুনিও হোসি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবার শুরু

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি :

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চারদিন বিরতির পর আবার শুরু হয়েছে।

রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে আজ চার্জশিটভুক্ত আসামি- ৫ জেএমবি সদস্যকে হাজির করা হয়। আসামিরা হলেন, মাসুদ রানা, ইসাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেন। এই মামলায় মোট আসামি ৮ জন। এর মধ্যে ২ জন ঢাকা ও রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়। একজন এখনও পলাতক।

জাপানি নাগরিক কুনিও হোসিকে ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুর নগরীর উপকন্ঠ আলুটারীতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।