ঠাকুরগাঁওয়ের কিশোরী ফুটবলাররা বঞ্চিত

ঠাকুরগাঁওয়ের কিশোরী ফুটবলাররা বঞ্চিত

শেয়ার করুন

32-12
নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের কলসিন্দুর এলাকা যেভাবে জনপ্রিয়তা পেয়েছে ঠিক একই ভাবে পরিচিতি পেয়েছে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুংগী এলাকা। কিশোরীদের ফুটবল নৈপুণ্যই এই পরিচিতির কারণ। প্রতি বছর অনুর্ধ্ব ১৪ নারী জেএফএ কাপে আশানুরুপ পারফর্ম করছে ঠাকুরগাঁওয়ের কিশোরীরা। তারপরও বাফুফের নিয়মিত উপেক্ষার শিকার তারা। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্পে ডাকা হয়নি একজনকেও।

ভাগ্য সহায় না হওয়া এই কিশোরীদের শক্তি তাদের দৃঢ় মনোবল। জেএফএ কাপে টানা দুবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তাদের।

ট্রফি নিয়ে ঠাকুরগাঁও ফিরতে না পারলেও, প্রতিবার সেরা মিডফিল্ডার, সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে ঠাকুরগাঁও ফুটবল দলের কেউ না কেউ। এতেই সীমাবদ্ধ নয় তাদের লক্ষ্য, জাতীয় দলের হয়ে লড়তে চায় তারা।

ফুটবল অন্তপ্রাণ এই কিশোরীরা ভালো পারফর্ম করেও নজর কাড়তে পারেনি বাফুফের। বহু প্রতীক্ষার পরও, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবিরে যোগ দেয়ার সুযোগ মেলেনি তাদের।

কেন বাফুফের ক্যাম্পে ডাকা হয়না ঠাকুগাঁওয়ের মেয়েদের, সেই প্রশ্নের উত্তর তদেরও জানা নেই। তবে যোগ্যতা দিয়েই জাতীয় দলে জায়গা করে নিতে চায় কিসকু-ইশিতারা।

এ নিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের বক্তব্যও স্পষ্ট নয়। কোনধরনের সুযোগ-সুবিধা ছাড়া, প্রতিবছর যে নৈপুণ্য দেখাচ্ছে ঠাকুগাঁওয়ের কিশোরীরা, সঠিক পরিচর্যা পেলে তা আরও সমৃদ্ধ হবে, বলছেন রাঙ্গাটুঙ্গি  ইউনাইটেড নারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ।