সিরিজ জিততে মরিয়া টাইগাররা নামছে দুপুরে

সিরিজ জিততে মরিয়া টাইগাররা নামছে দুপুরে

শেয়ার করুন

Bangladesh's Mahmudullah, left, plays a shot, as Afghanistan's wicketkeeper Mohammad Shahzad, center, watches and Mohammad Nabi follows the ball during the second one-day international cricket match in Dhaka, Bangladesh, Wednesday, Sept. 28, 2016. (AP Photo/A.M. Ahad)

নিজস্ব প্রতিবেদক :

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জেতার পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুড়ে দাড়ায় আফগানিস্তান। তাই সিরিজের শেষ ম্যাচটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। তাই শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া বাংলাদেশ। তাইতো দ্বিতীয় ওয়ানডের পরই দলে পরিবর্তন নিযে আসা হয়েছে। পেসার রুবেলের পরিবর্তে খেলবেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

স্পিন দিয়ে আফগানিস্তানকে রুখে দেয়ার পরিকল্পনা কোচ হাথুরুসিংহের। তবে বড় দুশ্চিন্তা ব্যাটিংলাইনআপ নিয়ে। এদিকে সিরিজ জিতেই উল্লাস করার ঘোষণা দিয়েছেন আফগানিস্তান অধিনাযক স্টানিকজাই।

বোলারদের পাশাপাশি ব্যাট হতে ব্যাটসম্যানদের সাফল্যের পর স্বস্তিতে আফগান শিবির। তবে টাইগারদের বিপক্ষে সিরিজ জিততে হলে তিন ডিপার্টমেন্টই আরো ভালো করতে হবে আফগানিস্তানের, তা ভালোই জনেন তাদের কোচ লালচাঁদ রাজপুত।

এদিকে অধিনায়ক মাশরাফি বলেছেন, দ্বিতীয় ওয়ানডে পরাজয়ের স্মৃতি নয় বরং চাপমুক্ত থেকেই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সমতায় থাকা সিরিজ জিততে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নেওয়ার পরামর্শ দিলেন তাই টাইগার অধিপতি মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে, আফগানিস্তানের স্বপ্নও সিরিজ জয়ের। মিরপুরে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ বেলা আড়াইটাই।

২০১৫-তে দেশের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জিততে যতটা-না ভাবতে হয়েছে বাংলাদেশের, আফগানিস্তান তার চেয়ে বেশি ভাবাচ্ছে। সমতায় থাকা সিরিজ এখন হতে পারে যে কোন দলেরই। সবকিছু চিন্তা করলে, ফেভারিটের তকমা এখনও বাংলাদেশেরই। মাশরাফির দলেরও সেটা জানা। তবে যাদি, অনুমানের বিপরীতে কিছু ঘটে, সেটা অবাক করবে না স্বাগতিক অধিনায়ককে।

প্রায় ১ বছর পর বাংলাদেশের ওয়ানডে খেলার প্রভাব সিরিজের শুরু থেকেই দেখা গেছে। বিশেষ করে ব্যাটিংয়ে। সিরিজ জিততে তাই, মাশরাফির পরামর্শ ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের।

শ্রেয়তর নৈপূণ্য প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশে আসা আফগানরা সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করবে, এমনটা নিশ্চয় কেউই ভাবেনি। তবে, সমালোচকদের অনুমানকে বুড়ো আঙুল দেখিয়ে সিরিজে দুর্দান্ত খেলছে আইসিসির সহযোগী এই দেশটি।

দেশের মাটিতে গত কয়েক বছর বাংলাদেশ কি করেছে তা অজানা নয় আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহীদির। তাই স্বাগতিক দলকে সমীহ করেই সিরিজ নিজেদের করতে চায় আফগানরা।

আফগানিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত খেলা, ৪ ম্যাচের সবকটিতেই অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটিং তাই সঙ্গতকারণেই প্রশ্নবিদ্ধ। ফলে, মাঠ, দর্শক আর ক্রিকেট পরিসংখ্যানে এগিয়ে থেকেও চাপে থাকছে বাংলাদেশ।