মুন্সীগঞ্জে ব্রিজের রেলিং ভেঙ্গে প্রাইভেটকার নদীতে, ৩/৪ জন নিখোঁজ

মুন্সীগঞ্জে ব্রিজের রেলিং ভেঙ্গে প্রাইভেটকার নদীতে, ৩/৪ জন নিখোঁজ

শেয়ার করুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মুক্তারপুরে, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে একটি মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে তিন থেকে চারজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতেই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে।

ঢাকার সদরঘাট ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, নদীর ৬০ ফুট গভীর থেকে মাইক্রোবাসটির বাম্পার পাওয়া গেছে, তবে গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধারকাজ সাময়িক স্থগিত করা হয়। শনিবার সকালে উদ্ধার অভিযান আবারও শুরু করে প্রাইভেটকারটি শনাক্ত করা গেছে। তবে যাত্রীরা এখনও নিখোঁজ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, রাত ১২ টার পর একটি প্রাইভেট উচ্চস্বরে গানবাজিয়ে বেপরোয়াভাবে একটি প্রাইভেটকার নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিলো। ব্রিজের মাঝামাঝি গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে নদীতে পরে যায় কারটি।

তিনি আরও জানান, ব্রিজের টোলঘরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে গাড়িটিকে সন্দেহ করা হচ্ছে, ওই প্রাইভেটকারটি হলে তাতে ৩ থেকে ৪ জন যুবক ছিলো। ঘটনার সংবাদ পেয়ে ঢাকা ফায়ার সার্ভিস টিমকে খবর দেয়া হয়। তারা সকালে উদ্ধার অভিযান শুরু করেছে।