এশিয়ান গেমসে পদক জয়ের আশায় বাংলাদেশের আর্চাররা

এশিয়ান গেমসে পদক জয়ের আশায় বাংলাদেশের আর্চাররা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

বড় কোন সাফল্য না থাকলেও দিনে দিনে উন্নতি করছে আমাদের আর্চাররা। তাই আসন্ন জাকার্তা এশিয়ান গেমসে পদকের আশায় পা রাখবে আর্চারী টিম।

এশিয়ান গেমসে যে ১৪টি ডিসিপ্লিনে অংশ নিবে বাংলাদেশ। এর মধ্যে আশার আলো দেখাচ্ছে আর্চারী। তীর ধনুকের লড়াইয়ে তাদেরকে ঘিরে পদেকের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

উন্নতির গ্রাফটা দেখেই হয়তো এই স্বপ্ন বুনেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে প্রতিপক্ষ দক্ষিন কোরিয়া চিন, জাপান যেখানে ফেবারিট সেখানে বাস্তবতা কঠিনই বৈকি লাল সবুজ প্রতিনিধিদের জন্য।

রুমান সানার ওপর আস্থাটা বেশি ফেডারেশনের, তবে সফল হওয়ার মতো কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন এই আর্চার।

জার্মান কোচের অধিনে অনুশীলনে উন্নতি করেছে তিরন্দাজরা। তবে কম্পাউন্ডেও বেদেশি কোচের প্রয়োজন অনুভব করেন তিরন্দাজ মামুন।

এশিয়ান গেমসে অংশ নিতে আর্চারি ফেডারেশন থেকে ৭ জন পুরুষ, ৬ জন নারী আর্চার ও চারজন টিম অফিসিয়াল সহ মোট ১৭ সদস্যের দল যাচ্ছে। তবে এর মধ্যে নেই কোন নারী কোচ।

ফেডারেশন অবশ্য বিকল্প ব্যবস্থা থাকাই নারী কোচ আবশ্যক মনে করেনি। তবে ভবিসৎ এ কম্পাউন্ডে বিদেশি কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছে ফেডারেশন