যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও হবে না, আলোচনাও হবে না : খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও হবে না, আলোচনাও হবে না : খামেনি

শেয়ার করুন

94822eb9a45e4d5e8f005920a08dac66_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যেমন যুদ্ধ হবে না তেমনি তাদের সঙ্গে আলোচনাও চলবে না। গতকাল তেহরানে ইরানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হবে না, কারণ অতীতের মতো যুদ্ধে জড়াবে না ইরান। এছাড়া, মার্কিনিরাও যুদ্ধে জড়াবে না কারণ সেক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন, সম্প্রতি মার্কিন কর্মকর্তারা ইরানের সঙ্গে অমার্জিত ভাষায় কথা বলেছে।

একটি আধিপত্যকামী শক্তির সঙ্গে আলোচনার ক্ষতিকর। ইরানে সম্প্রতি  দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জেরে চলমান বিক্ষোভ ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এরমাঝেই খামেনির এই মন্তব্য দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলবে। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর গত সপ্তাহে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।