এটিএন বাংলায় শোক দিবসের বিশেষ অনুষ্ঠানমালা

এটিএন বাংলায় শোক দিবসের বিশেষ অনুষ্ঠানমালা

শেয়ার করুন

HRIDOYE BONGOBONDHU (2)বিনোদন ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ই আগস্ট এটিএন বাংলা প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। সকাল ৭.৩০টায় প্রচার হবে ‘চায়ের চুমুকে’র বিশেষ পর্ব। ৮টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’, পরিচালনা- শম্পা মাহমুদ। ৮.৩০টায় প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘মধুমতীর তীরে’, পরিচালনা- নবুয়াত রহমান। ৯.৩০টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুজিব বহমান’, পরিচালনা- আসলাম শিকদার। ১০.৩০টায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাবেয়া, পরিচালনা- তানভীর মোকাম্মেল। দুপুর ৩.০৫টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্যে বঙ্গবন্ধু’, পরিচালনা- রুমানা আফরোজ।  ৪টায় প্রচার হবে বিশেষ তথ্যচিত্র। ৫.৩০টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’, পরিচালনা- নাহিদ রহমান। সন্ধ্যা ৬.৩০টায় প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’, পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী। রাত ৮টায় প্রচার হবে টক শো ‘১৫ই আগস্ট’, উপস্থাপনা- জ. ই. মামুন, পরিচালনা- তাশিক আহমেদ। অংশগ্রহনে শামসুজ্জামান খান, সৈয়দ মনজুরুল ইসলাম এবং ফজলে নূর তাপস। ৯টায় প্রচার হবে শহীদ রহমানের উপন্যাস অবলম্বনে বিশেষ নাটক ‘জনক’, রচনা- শাহীন রেজা রাসেল, পরিচালনা- আজাদ কালাম। এছাড়া রাত ১১টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, উপস্থাপনা- তানিয়া হোসেন, পরিচালনা- নন্দিনী ইসলাম।

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় ১৫ই আগস্ট রাত ১১টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, উপস্থাপনা- তানিয়া হোসেন, পরিচালনা- নন্দিনী ইসলাম। অনুষ্ঠানটি মূলত সাজানো হয়েছে বিভিন্ন শিল্পীর গাওয়া গান ও আবৃত্তির শিল্পীর কবিতা পাঠের উপর ভিডিও চিত্র দিয়ে। ভিডিওচিত্রে যেসব শিল্পীর গান নেয়া হয়েছে তারা হলেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, সাদি মোহাম্মদ, রফিকুল ইসলাম, এস আই টুটুল,  তিরি নন্দী, মমতাজ, শাফি মিজান এবং অটমনাল মুন এবং মুনমুন কর্মকার। কবিতার কন্ঠ দিয়েছেন ওবায়দুর রহমান।