আইসিসির সেরা তালিকায় মুমিনুল

আইসিসির সেরা তালিকায় মুমিনুল

শেয়ার করুন

mominul

ক্রীড়া ডেস্ক।।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩৪ ম্যাচের মধ্যেই সেরা অলরাউন্ড পারফরম্যান্সের তালিকা বের করেছে আইসিসি।

যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। এছাড়া আরও রয়েছেন রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কেশভ মহারাজ ও ম্যাট হেনরি।

চলতি বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মুমিনুল।

পরে বল হাতে নেন গুরুত্বপূর্ণ দুইটি উইকেট। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি।

মুমিনুলের সেদিনের পারফরম্যান্সের বিষয়ে আইসিসি লিখেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবারের মতো হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় পাওয়া ম্যাচে নিজ দলকে সাহায্য করেছেন অধিনায়ক মুমিনুল।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ২৪৪ বলে ৮৮ রানের নিয়ন্ত্রিত এক ইনিংস খেলেছেন তিনি। বোলিংয়ে নেমে মাথা ব্যথার কারণ হয়ে যাওয়া ১২২ রান করা ডেভন কনওয়ে ও ৭৫ রান করা হেনরি নিকোলসের উইকেটও নেন তিনি।

এর চেয়ে ভালো আর কী হতে পারতো যে বাংলাদেশের ৪০ রান তাড়া করে জেতার সময় উইকেটে ছিলেন এই তারকা।