গণপদত্যাগের পর শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন

গণপদত্যাগের পর শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন

শেয়ার করুন

Sri lanka new ministry

আন্তর্জাতিক ডেস্ক।।

মন্ত্রিসভার সদস্যদের গণপদত্যাগের পর শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে।

আগের মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে কেবল প্রেসিডেন্টের ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকশে নতুন মন্ত্রিসভায় আছেন।

অর্থাৎ ভাই মাহিন্দা রাজপাকশেকে রেখেই মন্ত্রিসভায় ১৭ জন নতুন সদস্য নিয়োগ দেয়া হয়। সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন বলে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

রাজাপক্ষের পদত্যাগের দাবিতে জোরালো বিক্ষোভ চলার মধ্যেই নতুন মন্ত্রিসভা নিয়োগ দেওয়া হলো।

সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাঁর মন্ত্রিসভা ভেঙে দেন। এরপর নতুন সরকার গঠনে সহযোগিতা করার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

তবে বিরোধী দল তা করতে অস্বীকৃতি জানায়। এমন অবস্থায় বড় ভাই মাহিন্দা রাজাপক্ষকে আবারও প্রধানমন্ত্রী রেখে বিভিন্ন পদে দলের কয়েকজন সদস্যকে পুনর্নিয়োগ দিয়েছেন তিনি।

এপ্রিলের শুরু থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

বিরোধীদের দাবি, রাজাপক্ষে জনগণের আস্থা হারিয়েছেন। তবে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট। এবার নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দিয়ে রাজাপক্ষে ইঙ্গিত দিলেন যে বিক্ষোভকারীদের দাবির কাছে নতি স্বীকার করবেন না তিনি।