পদাবলী, ব্রহ্মসংগীত, রবীন্দ্র ও নজরুলসংগীত নিয়ে বেঙ্গলের ৫ অ্যালবাম

পদাবলী, ব্রহ্মসংগীত, রবীন্দ্র ও নজরুলসংগীত নিয়ে বেঙ্গলের ৫ অ্যালবাম

শেয়ার করুন

Bengal

বিনোদন ডেস্ক।।

ইউটিউবে প্রকাশিত হলো বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে তৈরী পদাবলী কীর্তন, ব্রহ্মসংগীত, রবীন্দ্র ও নজরুলসংগীতের পাঁচটি অ্যালবাম।

এগুলোর মধ্যে রয়েছে প্রমীলা চক্রবর্তীর কণ্ঠে পদাবলী কীর্তনের অ্যালবাম ‘যামিনী তুমি দীঘল হয়ো’। অ্যালবামটিতে রয়েছে প্রচলিত ‘আহা গোপালে ছাড়িয়া’, শৈলেন রায়ের ‘রাধে বুঝাও আমারে কেন’, চণ্ডীদাস ও গোবিন্দদাসের ‘শ্রীরাধার মানভঞ্জন’সহ আরও কয়েকটি গান।

সুকান্ত চক্রবর্তী ও অভিজিৎ মজুমদারের কণ্ঠে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মসংগীতের সংকলন ব্রহ্মসনাতন অ্যালবামে রয়েছে ‘অন্তরতর অন্তরতম তিনি যে’, ‘ওই যে দেখা যায় আনন্দধাম’, ‘আজ আনন্দে প্রেমচন্দ্রে’, ‘প্রণমামি অনাদি অনন্ত সনাতন’, ‘ধন্য তুমি হে পরমদেব’, ‘বিমল প্রভাতে মিলি একসাথে’ ‘হৃদয়ের মম যতনের ধন’, ‘ধন্য তুমি ধন্য! ভব-জলধি-তারণ’, ‘জানি তুমি মঙ্গলময়’, ‘ব্রহ্মসনাতন তুমি হে’, ‘ধন্য ধন্য ধন্য আজি দিন’ গানগুলো।

প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীদের কণ্ঠে এসব অ্যালবাম ইউটিউবে শোনা যাবে বিনা মূল্যে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেঙ্গল জানিয়েছে, বর্তমানে ডিজিটাল মাধ্যমে গান শোনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।