অবেশেষে জয়ের দেখা পেল চিটাগাং

অবেশেষে জয়ের দেখা পেল চিটাগাং

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

চার ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেলো চিটাগং ভাইকিংস। শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ১৯ রানে হারিয়েছে তামিমের দল। তাদের দেয়া ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজশাহীর ইনিংস শেষ হয় ১৭১ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগংয়ের শুরু ভালো হয়নি। তামিম-স্মিথ-এলিয়ট আর জহুরুলরা প্যাভিলিয়নে ফেরেন দলীয় ৬৮ রানের মধ্যেই। এমন অবস্থায় স্বাগতিকরা ম্যাচে ফেরে মোহাম্মদ নবীর বিষ্ফোরক ব্যাটিংয়ে।

এনামুল বিজয়ও তাকে ভালো সঙ্গ দিয়েছেন। বিজয় ফিফটি করে ফিরলেও নবীর ৩৭ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসে ৫ উইকেটে ১৯০ রান করে চিটাগং। বিপিএলের যে কোন আসরে চিটাগংয়ের এটি দলীয় সর্বোচ্চ স্কোর।

জবাবে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে আউট হন ২২ রান করা মুমিনুল হক। এরপর জয়ের দিকে ম্যাচ নিয়ে যান জুনায়েদ সিদ্দিক ও সাব্বির রহমান। জুনায়েদ ৩৮ রান করে আউট হলে সাব্বিরকে সঙ্গ দেন উমর আকমল।

তিনি ২১ ও সাব্বির ৪৬ রানে প্যাভিলিয়নে ফেরার পর রাজশাহীর ইনিংস শেষ হয় জয় থেকে ১৯ রানে দূরে থেকে। তাসকিন নেন ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৯০/৫ (তামিম ৫, স্মিথ ৩৪, এনামুল ৫০, এলিয়ট ৮, জহুরুল ২, নবি ৮৭*, নাজমুল ১*; রেজা ১/৪৪, মিরাজ ১/১৮, হাসান ১/৪৭, প্যাটেল ২/২১, সিরিবর্ধনে ০/২৯, স্যামি ০/৩০)

রাজশাহী কিংস: ২০ ওভারে ১৭১/৯ (মুমিনুল ২২, জুনায়েদ ৩৮, সাব্বির ৪৬, আকমল ২১, প্যাটেল ৬, স্যামি ১৪, সিরিবর্ধনে ৪, মিরাজ ২, রেজা ৯, নুরুল ৩*, হাসান ৫*; নবি ১/২৪, মাহমুদুল ০/৩৩, তাসকিন ৫/৩১, ইমরান ২/২৮, সাকলাইন ০/৩২, এলিয়ট ১/২৩)

ফল: চিটাগং ১৯ রানে জয়ী।

ম্যাচ সেরা: মোহাম্মদ নবি।