ডুপ্লেসির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

ডুপ্লেসির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকান অধিনায় ডুপ্লেসির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছে আইসিসি। প্রমান হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে নিষিদ্ধ হতে পারেন তিনি।

প্রোটিয়া অধিনায়ক অবশ্য প্রত্যাখ্যান করেছেন এই অভিযোগ। এখন আনুষ্ঠানিক শুনানি হবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে। শুনানির তারিখ অবশ্য এখনো জানায়নি আইসিসি।

হোবার্ট টেস্টের চতুর্থ দিনের টিভি ফুটেজ দেখে অনেকেই আঙুল তোলেন ডুপ্লেসির দিকে। ম্যাচ রেফারি তখন আনুষ্ঠানিক অভিযোগ জানাননি। কিন্তু সংবাদ মাধ্যমে টেম্পারিংয়ের অভিযোগ ওঠার পর আইসিসি সেই ফুটেজ খতিয়ে দেখার ঘোষণা দেয়।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক অভিযোগ আনার কথা জানায় আইসিসি। আচরণবিধির লেভেল ২ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ডুপ্লেসির বিরুদ্ধে। তা প্রমাণিত হলে ম্যাচ ফির ৫০ থেকে ১০০ শতাংশ জরিমানা হতে পারে তার।

অন্যদিকে, দুটি সাসপেনশন পয়েন্ট পেলে এক টেস্ট নিষিদ্ধ হবেন প্রোটিয়া অধিনায়ক। তার ভাগ্য নির্ধারিত হবে এখন আনুষ্ঠানিক শুনানিতেই।