সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে ইসি গঠনের প্রস্তাব খালেদার

সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে ইসি গঠনের প্রস্তাব খালেদার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো সম্পর্কিত প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাল ৪টায় রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন এ প্রস্তাব দেন তিনি।

প্রস্তাবে তিনি বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদার ওই প্রস্তাব চূড়ান্ত করা হয়। ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের অধীনে অধিকাংশ নির্বাচনেই অংশ নেয়নি বিএনপি। দলটি সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন ইসি গঠনের দাবি জানিয়ে আসছে অনেক আগে থেকেই।