‘৪৫ বছরে উন্নয়নের মহাসড়কে, তবে সাম্প্রদায়িকতা এখন বড় চ্যালেঞ্জ’

‘৪৫ বছরে উন্নয়নের মহাসড়কে, তবে সাম্প্রদায়িকতা এখন বড় চ্যালেঞ্জ’

শেয়ার করুন

kaderনিজস্ব প্রতিবেদক :

৪৫ বছরে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তবে সাম্প্রদায়িকতা এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার ঐক্যবদ্ধ প্রতিরোধ। সাভার স্মৃতি সৌধে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য, ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তিন বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপর স্পীকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান হয় । পরে মন্ত্রীপরিষদের সদস্য এবং দলীয় নেতাদের নিয়ে, আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবারো শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশকে আরও সামনে এগিয়ে নিতে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির স্মৃতি সৌধ প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর, স্মৃতিসৌধ এরপর সকলের জন্য উন্মুক্ত করা হয়।

অন্যদিকে, সাভার থেকে ফিরে, বিজয় দিবস উপলক্ষে, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।