‘রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের কোনো গোপন যোগোযোগ নেই’

‘রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের কোনো গোপন যোগোযোগ নেই’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের কোনো গোপন যোগোযোগ নেই। বিচারপতি কে এম হাসানকে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান করতে বিএনপি যে প্রস্তাব দিয়েছে, তা দলটির কোনো নেতাই ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার সকালে সচিবালয়ে নিজ কক্ষে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তোফায়েল আহমেদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জোরালো প্রতিবাদ করেননি। এছাড়া, ফখরুল ইসলাম কেএম হাসানের নাম প্রস্তাবের কথা সরাসরি অস্বীকার বা প্রত্যাহারও করেননি বলেও দাবি করেন তোফায়েল আহমেদ।

সম্প্রতি ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি রাষ্ট্রপতির কাছে কে এম হাসানের নাম প্রস্তাব করেছে। এর জবাবে বিএনপি মহাসচিব বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। অভিযোগ করেন, রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের গোপন যোগাযোগ রয়েছে।