বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের ১০ বছরের কারাদণ্ড

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানের ১০ বছরের কারাদণ্ড

শেয়ার করুন

1470636109936নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল।

বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। পাশাপাশি আদালত তার জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দেন।

বিএনপি নেতা মশিউর রহমানের বিরুদ্ধে ২০০৮ সালে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা অফিসের তৎকালীন সহকারী পরিচালক মোশারফ হোসেন মৃধা। তার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার সম্পদের হিসাব গোপন করাসহ আরও পাঁচ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এদিকে, এ রায় ঘোষণার পর ঝিনাইদহ জেলায় বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।