চলন্ত বাসে রুপা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

চলন্ত বাসে রুপা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল

শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী রুপা খাতুনকে ধর্ষণ ও পরে হত্যা মামলায় আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার দুপুরে, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হলে, আদালতের বিচারক মোঃ আব্দুল মান্নান তা গ্র্রহণ করেন। একই সঙ্গে আসামিদের জামিনের আবেদন না মঞ্জুর করে, আগামী ১৩ নভেম্বর চার্জ গঠনের দিন ধার্য করেন আদালত।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ছোঁয়া পরিবহনের শ্রমিকরা রূপা খাতুনকে চলন্ত বাসে ধর্ষণ করে। পরে রুপার ঘাড় মটকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। ওই রাতেই মধুপুর থানার পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করে।

একইসাথে ওই থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। পরে ২৮ আগস্ট পুলিশ ছোঁয়া পরিবহনের চালকসহ ৫ জনকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।