মিয়ানমার ধোঁকা দিতে পারে, প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

মিয়ানমার ধোঁকা দিতে পারে, প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

শেয়ার করুন

70081_Shahidul_Huq
নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ‘বাংলাদেশ ম্যাটার্স’,-রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ, এমনটাই দাবি পররাষ্ট্রসচিব শহীদুল হকের। তার মতে, রোহিঙ্গাদের ফেরত নেয়া নিয়ে মিয়ানমার ব্লাফ গেম খেললেও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশই সুবিধা পাবে।

শুধু ভারতই নয়, বাংলাদেশের কূটনীতিতে আন্তর্জাতিক বিশ্বের কঠোর চাপে পড়েছে মিয়ানমার। পররাষ্ট্রসচিব অন্তত তাই মনে করছেন। আর তাই ফলাফল, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরে চুক্তি সই, দাবি শহীদুল হকের।

তবে, রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রশ্নে মিয়ানমার যে ব্লাফ গেম খেলতে পারে, তাও মাথায় রাখছেন দেশের কূটনীতিবিদরা। তবে, পররাষ্ট্র সচিবের বিশ্বাস, এমনটা করলে উল্টো আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের অবস্থানই আরো শক্তিশালী হবে, বিপাকে পড়বে মিয়ানমার।

আর তাই, রোহিঙ্গা সঙ্কটের সুন্দর সমাধান প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার।