‘ফোনালাপ হয়েছে তবে তাতে রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য ছিল না’

‘ফোনালাপ হয়েছে তবে তাতে রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য ছিল না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আলোচিত টেলিফোন কথোপকথন নিজের বলে স্বীকার করলেও, তাতে রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো বক্তব্য ছিল না বলে দাবি করেছেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ দাবি করেন তিনি। তার ধারণা, টেলিফোনে তার অডিও টেম্পারিংও হয়ে থাকতে পারে। এসময় রাষ্ট্রপতির সংলাপ নিয়ে তিনি বলেন, এই সংলাপ এক ধরনের আনুষ্ঠানিকতা।

নির্দলীয় সরকার এবং নির্বাচন কমিশনকে একত্রিত করে সুষ্ঠু নির্বাচনই এখনকার সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেন তিনি। মান্না তার বক্তব্যে, বিনা বিচারে যাতে কেউ সাজা না পায় সেদিকে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ২০১৫ সালে টেলিফোনে বিতর্কিত কথপোকথন সূত্র ধরে দুই মামলায় কারাগারে ছিলেন মান্না।