রেকর্ড ৭ ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো লা লা ল্যান্ড

রেকর্ড ৭ ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো লা লা ল্যান্ড

শেয়ার করুন


বিনোদন ডেস্ক :

এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো অভিনেত্রী মিয়া এবং জ্যাজ সঙ্গীতশিল্পী সেবাস্টিয়ানের প্রেমের গল্প লা লা ল্যান্ড।

এমা স্টোন আর রায়ান গসলিং অভিনীত এই মিউজিক্যাল চলচ্চিত্র এবার জিতেছে সাতটি গোল্ডেন গ্লোব পুরস্কার। চলচ্চিত্রটি পরিচালনা করেন ড্যামিয়েন শ্যাজেল। সাতটি বিভাগেই মনোনয়ন পেয়েছিল চলচ্চিত্রটি। সেরা অভিনয়ের জন্য অভিনেত্রী এমা স্টোন ও রায়ান গসলিং, সেরা পরিচালকের জন্য শ্যাজেল এবং একইসঙ্গে সেরা চিত্রনাট্য ও সঙ্গীতে লা লা ল্যান্ড এই পুরস্কার জিতেছে।

বলা হয়, আগামী বছর কোন চলচ্চিত্রটি অস্কার পাবে, তার দিক নির্দেশনা পাওয়া যায় গোল্ডেন গ্লোব থেকে। আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেত্রী মেরিল স্ট্রিপকে। লস অ্যাঞ্জেলসের ওই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেরা ড্রামা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট। ম্যাঞ্চেস্টার বাই দ্য সি-তে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসে অ্যাফ্লেক। ফরাসি চলচ্চিত্র এলে-তে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন ইসাবেল হুপার্ট।